৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

অনলাইন ডেস্ক: চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবিতে ৭ম দিনেও দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ ও সিলেটসহ সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিকদের ধর্মঘট চলছে।

সনাতন ধর্মাম্বলীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব থাকায় সকাল ১১টা থেকে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে শুরু করে শ্রমিকরা।

বাগান মালিক বাংলাদেশ শ্রম অধিদপ্তর ঢাকা কার্যালয়ে সমঝোতা বৈঠক শেষে মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪০ টাকা করার কথা জানালে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, বাগানে পাতা নষ্ট হচ্ছে। এটি নষ্ট হলে মালিক পক্ষের তেমন কিছু যায় আসে না। কিন্তু শ্রমিকরা বঞ্চিত হবে হাজিরা থেকে। আমরা চাই না এভাবে পাতা নষ্ট হোক। মালিকদের প্রতি দাবি করছি বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত একটা মজুরি দেওয়ার জন্য।

উল্লেখ্য গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। এরপর ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহা সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগস্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে আবার পূর্ণদিবস ধর্মঘট পালন করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply