৭০ মিলিয়নের ক্যাসেমিরোর জন্য ক্রুস-মদ্রিচের আবেগঘন বার্তা

৭০ মিলিয়নের ক্যাসেমিরোর জন্য ক্রুস-মদ্রিচের আবেগঘন বার্তা

৭০ মিলিয়নের ক্যাসেমিরোর জন্য ক্রুস-মদ্রিচের আবেগঘন বার্তা
৭০ মিলিয়নের ক্যাসেমিরোর জন্য ক্রুস-মদ্রিচের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ করলেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। ৭০ মিলিয়ন ইউরোতে রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার ইউনাইটেড এক টুইটবার্তায় শুক্রবার (১৯ আগস্ট) জানায়, ‘আমরা ক্যাসেমিরোকে দলে নেয়ার জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছতে পেরে আনন্দিত।’

ক্যাসেমিরোকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে ইউনাইটেড। এর বাইরে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ৭০ মিলিয়ন ইউরোর মধ্যে ৬০ মিলিয়ন ইউরো মূল দলবদলের ফি এবং ১০ মিলিয়ন ইউরো বোনাস।

২০১৩ সালের জানুয়ারিতে মাত্র ২০ বছর বয়সে কাস্তিয়ায় যোগ দেয়ার পর ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি। রিয়ালে তিনি ১৮টি শিরোপা জিতেছেন। তার মধ্যে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে ও ৩টি স্প্যানিশ সুপার কাপ।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় খোলা চিঠি লিখে প্রিয় সতীর্থকে বিদায় জানিয়েছেন ক্রুস-মদ্রিচ। ক্যাসেমিরোর উদ্দেশে ক্রুসের বার্তাটা ছিল এমন: ‘তোমার সঙ্গে সবসময় দারুণ সময় কাটত। টার্কিশ বাথেও তুমি আমাদের আরাম করতে দিতে না। সেখানে তোমার সঙ্গে দেখা হওয়া ছিল এক যন্ত্রণা। ওখানেও দেখা যেত তুমি কাউকে পাঠিয়ে এক্সারসাইজ বাইক এবং ওয়েট নিয়ে এসেছ। তোমার নতুন সহকর্মীদের জন্য সতর্কবার্তা। তোমার সঙ্গে টার্কিশ বাথও ছিল জিমের মতো। খেলার মাঠে হয়তো এখন আমাদের পথ আলাদা হচ্ছে, তবে বন্ধুত্ব থেকে যাবে চিরকাল। তোমার জন্য শুভকামনা, আবারও দেখা হবে।’

আর মদ্রিচের বার্তাটা ছিল এমন: ‘প্রিয় ক্যাসেমিরো, আমাদের ক্লাবে তোমার অভিষেকের কথা আমার এখনো মনে আছে। কতটা স্নায়ুচাপে ভুগছিলে তুমি সেদিন! আমি তখন তোমাকে শান্ত থাকতে বলছিলাম, তা মেনে তুমি চলেছ। দেখো, পরের পথটা কী দারুণভাবেই-না চিত্রিত হয়েছে। কী অসাধারণসব অর্জন তোমার! সেটা আমারও (রিয়াল মাদ্রিদে) প্রথম মৌসুম ছিল। আমরা কেউ কল্পনাও করতে পারিনি, ফুটবল আমাদের জন্য কী নিয়ে অপেক্ষায় ছিল। তুমি একজন সত্যিকারের নেতা হিসেবে আবির্ভূত হয়েছ। আমরা তোমাকে সবসময় মনে রাখব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply