ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল

ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল

ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল
ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রান হারালো পুলিশ কনস্টেবল

অনলাইন ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় ওমর ফারুক (৩৯) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৪টায় উপজেলার কারিগরি কলেজের পাশে নিতাইশাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ওমর ফারুক গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামের বাসিন্দা। ঘোড়াঘাট থানায় পুলিশের পিকআপভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে।

হেলপার হাফিজার রহমান (৩৮) বগুড়া সদর উপজেলার ভান্ডারা পাইকার উত্তরপাড়ার মৃত নাজিম উদ্দীনের ছেলে। দুর্ঘটনার সময় হেলপার নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিতাইশাহ মোড়ে রাত্রিকালীন ডিউটি করার সময় দিনাজপুর থেকে ঢাকামুখী পাথর বোঝাই একটি ট্রাক (চট্ট্রো মেট্রো-ট-১১-৭৩৮৪) ওমর ফারুকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনায় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকের হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করে।

তিনি আরও জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ও আটক হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

মতিহার বার্তা /এএম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply