রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে নিখোঁজ তৌফিক আহম্মেদ ই্ফান (১৬) নামের এক স্কুল ছত্রের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্র ই্ফান মহানগরীর মতিহার থানাধিন বিনোদপুর বাজার এলাকার একেএম জাহিদুল ইসলাম বাবুর ছেলে। সে দশম শ্রেণীতে ছাত্র।

দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মোঃ বারি জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বন্ধুদের সাথে মহানগরী নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় ইফান। এ সময় নদীর স্রােতে পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা দমকল বাহিনীর অফিসে ফোন দিয়ে বিষয়টি জানালে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন। শেষ পর্যন্ত দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে ইফানের লাশ উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা।

এ ব্যপারে জানতে চাইলে নৌ-পুলিশের এসআই জামাল মিয়া জানান, পদ্মা নদীতে ডুবে নিখোঁজ নিহত স্কুল ছাত্র ই্ফানের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে নৌ-পুলিশ অফিসে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নৌ-পুলিশের এসআই জামাল মিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply