আমাদের প্রত্যেকেরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে: বিজয়

আমাদের প্রত্যেকেরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে: বিজয়

আমাদের প্রত্যেকেরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে: বিজয়
ফাইল ফটো

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা। বাংলাদেশের ব্যাটাররা এই জায়গায় পিছিয়ে। অনেকেই মনে করেন, তাদের চার-ছক্কা মারার সামর্থ্য নেই। তাই এই ফরম্যাটে কুলিয়ে উঠতে পারছে না টাইগাররা।

তবে এনামুল হক বিজয় তেমনটা মনে করেন না। উইকেটরক্ষক এই ব্যাটারের মতে, দলের সবারই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। এখন শুধু চেষ্টা করতে হবে উন্নতি করার।

বিজয় বলেন, ‘আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক বা ৩/৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে।’

পাওয়ার হিটিং ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছে না টাইগাররা। তবে বিজয় আশাবাদী, নতুন কোচ (টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম) ও অধিনায়ক সাকিবের অধীনে তারা ভালো কিছু করতে পারবেন।

বিজয়ের কথা, ‘আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাইর অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার।’

শ্রীরামের সঙ্গে কী কাজ হলো? বিজয় জানালেন, ‘শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। আমাদের পরিষ্কার ধারণা আছে এবং প্রত্যেকে জানে তার কাজ কী। আমরা সবাই মনে করি দারুণ প্রভাব ফেলতে পারব। দলকে সামর্থ্যের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। এই অঙ্গীকার সবাই করেছে। এটা বিশ্বাস করি, আমরা পারব।’

 

মতিহার বার্তা /এএম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply