নওগাঁয় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কিন্ডারগার্টেন-কোচিং সেন্টার

নওগাঁয় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কিন্ডারগার্টেন-কোচিং সেন্টার

নওগাঁয় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কিন্ডারগার্টেন-কোচিং সেন্টার
নওগাঁয় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কিন্ডারগার্টেন-কোচিং সেন্টার

অনলাইন ডেস্ক: অনুমোদন ছাড়াই নওগাঁ শহরের যত্রতত্র গড়ে উঠেছে কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টার। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার গুণগতমান নিয়ে প্রশ্ন থাকলেও প্রশাসনের নেই নজরদারি। বাড়ি ভাড়া নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে যে যার মতো গড়ে তুলছে এসব প্রতিষ্ঠান।

১০ বাই ১৫ ফিটের ছোট ঘরে গাদাগাদি করে বসানো হয়েছে শিশুদের। চতুর্থ শ্রেণির এ কক্ষের পাঠদান চিত্র শহরের উকিলপাড়া শাহিন প্রি-ক্যাডেট নামের এক বিদ্যালয়ের। এভাবে নওগাঁ শহরে যত্রতত্র কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেটের নামে প্রতিষ্ঠান গড়ে তোলার যেন চলছে প্রতিযোগিতা। বাড়ি ভাড়া করে আকর্ষণীয় নাম আর চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের কাছে টানছে তারা। এসব কিন্ডারগার্টেনে ৩০০ থেকে প্রায় এক হাজার পর্যন্ত রয়েছে শিক্ষার্থী।

শহরের উকিল পাড়া, কাজির মোড়, ডিগ্রির মোড়, তাজের মোড় এলাকায় বেশির ভাগ গড়ে তোলা হয়েছে এসব প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের টানতে মাইকিং করে চালানো হচ্ছে প্রচারণাও।

শিক্ষার সঠিক মান বজায় রাখা হচ্ছে বলে দাবি নওগাঁ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আল মবিন রানার।

আর এসব প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনতে কাজ চলছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।

শিক্ষা নীতিমালায় কোনো শিক্ষা কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কোনো নীতিমালার তোয়াক্কা করা হচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply