বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক

অনলাইন ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় সোয়া কেজি ওজনের ১০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা।

আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও একই গ্রামের আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম (২৫)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়।

আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply