স্তনদুগ্ধে মিলল মাইক্রোপ্লাস্টিকের নমুনা, উদ্বিগ্ন গবেষকরা

স্তনদুগ্ধে মিলল মাইক্রোপ্লাস্টিকের নমুনা, উদ্বিগ্ন গবেষকরা

স্তনদুগ্ধে মিলল মাইক্রোপ্লাস্টিকের নমুনা, উদ্বিগ্ন গবেষকরা
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক: স্তনদুগ্ধ যা শিশুদের জন্য অপরিহার্য, সেই স্তনদুগ্ধেই মিলল মাইক্রোপ্লাস্টিকের নমুনা। ইতালীর একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে উদ্বিগ্ন গবেষকরা।

একজন-দু’জন নন, সম্প্রতি ৩৪ জন মহিলাকে নিয়ে একটি পরীক্ষা করেছিলেন ইতালীর একদল গবেষক।

মোট নমুনার তিন-চতুর্থাংশের মধ্যে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এরপরেই সদ্যোজাত শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, রাসায়নিক দূষণকারী পদার্থের ক্ষেত্রে বিশেষভাবে অসহায় শিশুরা। সদ্যোজাত শিশুদের পক্ষে গুলি ভয়ঙ্কর ক্ষতিকর। যদিও, একই সঙ্গে বিজ্ঞানীরা এ কথাও জানিয়েছেন, মাইক্রোপ্লাস্টিক জনিত দূষকের উপস্থিতি সত্ত্বেও স্তন্যপান করানো শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে মাতৃদুগ্ধের কোনও তুলনাই হয় না।

কী এই মাইক্রোপ্লাস্টিক?

এই ধরণের প্লাস্টিক যে কোনওরকমের প্লাস্টিকের ভগ্নাংশ।যা লম্বায় ৫ মিলিমিটারের চেয়ে ছোট, তাকেই বলা হয় মাইক্রোপ্লাস্টিক।এর আগে মানুষের কোষে, গবেষণাগারের জীবজন্তুদের মধ্যে, এবং সামুদ্রিক প্রাণীদের শরীরে মাইক্রোপ্লাস্টিক এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু জীবিত মানুষের উপর এই দূষকের ভূমিকা এখনও পর্যন্ত অজানাই ছিল। কিন্তু সম্প্রতি স্তনদুগ্ধে মাইক্রোপ্লাস্টিক এর উপস্থিতি খুঁজে পাওয়ার পর তার ক্ষতিকর প্রভাবের বিষয়টি তুলে ধরেছেন বিজ্ঞানীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply