ইউক্রেন যুদ্ধে শামিল হচ্ছে বেলারুশ!

ইউক্রেন যুদ্ধে শামিল হচ্ছে বেলারুশ!

ইউক্রেন যুদ্ধে শামিল হচ্ছে বেলারুশ!
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইউক্রেন যুদ্ধে শামিল হতে চলেছে বেলারুশ! ইউরোপে মহাযুদ্ধের ডঙ্কা বাজিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বেলারুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকেই। এদিকে, পরমাণু মহড়া শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী বলেও খবর।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া দোনবাস, ক্রাইমিয়া ও বেলারুশের জমি থেকে ইউক্রেনে হামলা চালায় পুতিন বাহিনী। গোড়া থেকেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দ্র লুকাশেঙ্কো স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে রয়েছেন। তাই ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশ যদি যুদ্ধে যোগ দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। এহেন পরিস্থিতিতে সদ্য এক রুশ সংবাদমাধ্যমে সাক্ষাত্‍কারে দিয়েছেন বেলরুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকেই। ইঙ্গিতে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট বলেন, ‘যে কোনও আগ্রাসনের জবাব দিতে তৈরি বেলারুশের সেনা।’ ইতিমধ্যে, সীমান্তে বেলারুশের সেনাবাহিনীর তত্‍পরতা বৃদ্ধি পেয়েছে বলী দাবি করেছে ন্যাটো জোট। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধে বেলারুশ যোগ দিলে ইউরোপ জুড়ে যুদ্ধের ডঙ্কা বেজে উঠবে।

এদিকে, আশঙ্কা জাগিয়ে পরমাণু মহড়া শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী বলেও খবর। যদিও, প্রতিবছরই এমন মহড়া হয়,

ইউক্রেনের যুদ্ধের আবহে এর গুরুত্ব অন্য মাত্র পেয়েছে। এই বিষয়ে ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ‘এর আগেও পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। গোটা পরিস্থিতির উপর আমরা নজর রাখছি।’

উল্লেখ্য, প্রায় সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শুরুর দিকে সফলতা পেলেও একের পর এর অভিযানে ধাক্কা খেয়েছে রুশ বাহিনী। প্রবল বিক্রমে পালটা আঘাত করছে ইউক্রেনীয় ফৌজ। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে ‘ট্যাকটিকাল নিউক’ বা পরমাণু বোমার কৌশলী প্রয়োগ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আশঙ্কা। হামলা হলে আমেরিকার উত্তর কী হবে, প্রশ্ন করা হলে, ভয়ঙ্কর প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply