‘বাবর স্বার্থপর!’ পাকিস্তান সুপার লিগের ঘটনা প্রকাশ্যে এনে বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

‘বাবর স্বার্থপর!’ পাকিস্তান সুপার লিগের ঘটনা প্রকাশ্যে এনে বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

‘বাবর স্বার্থপর!’ পাকিস্তান সুপার লিগের ঘটনা প্রকাশ্যে এনে বোমা ফাটালেন ওয়াসিম আক্রম
‘বাবর স্বার্থপর!’ পাকিস্তান সুপার লিগের ঘটনা প্রকাশ্যে এনে বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

মিজানুর রহমান: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ খেলার জন্য সরাসরি অধিনায়ক বাবর আজ়মকে দায়ী করেছেন ওয়াসিম আক্রম। এই প্রসঙ্গে পাকিস্তান সুপার লিগের একটি ঘটনা টেনে এনেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ খেলার জন্য বাবর আজ়মের সমালোচনা ক্রমশ বাড়ছে। আরও এক বার তাঁকেই দায়ী করছেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। তাঁদের মতে, বাবর নিজের জায়গা নিয়েই চিন্তিত। দল ভাল খেলল না খারাপ, সে দিকে লক্ষ্য নেই। এ রকম অধিনায়ক থাকায় দল হারছে বলে জানিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে পাকিস্তান সুপার লিগের একটি ঘটনা টেনে এনেছেন আক্রম। তাঁর মতে, বাবর বরাবরই স্বার্থপর। শুধু নিজেরটা দেখেন।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলেন বাবর। করাচির কোচিং দলে রয়েছেন আক্রম। সেখানেও তিনি বাবরের একই সমস্যা দেখেছেন বলে জানিয়েছেন আক্রম। তিনি বলেছেন, ‘‘করাচির হয়ে বাবর তখন রান পাচ্ছিল না। আমি বাবরকে বলেছিলাম, তিন নম্বরে নামতে। মার্টিন গাপ্টিলকে ওপেন করাতে চেয়েছিলাম। তখনও বাবর বলেছিল, ‘আমি নীচে নামব না। ওপেনই করব। দরকার পড়লে শার্জিলকে তিন নম্বরে নামাও।’ যদি এক জন অধিনায়ক এমন স্বার্থপর হয়, তা হলে দলের বাকিরা কী করবে?”

ভারতের পরে জ়িম্বাবোয়ের কাছেও হেরেছে পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা তাদের কাছে খুব কঠিন। এই পরিস্থিতির জন্য বাবরকে দায়ী করে আক্রম বলেছেন, ‘‘একটা দল চালানোর দায়িত্ব অধিনায়কের। সেই অধিনায়কই যদি ভীতু হয়, সব সময় দলে নিজের জায়গা নিয়ে চিন্তা করে, তা হলে কী করে দল জিতবে? যদি বাবর নিজের জায়গা অন্য কারও জন্য ছাড়ত তা হলে সবাই বু‌ঝত সে দলের কথা ভাবে। এটা বাবরকে শিখতে হবে। এটাই এক জন অধিনায়ক ও এক জন নেতার মধ্যে পার্থক্য।’’

একই সুরে কথা বলেছেন ওয়াকার। তিনি বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে ওপেন করা সব থেকে সহজ। বাবর দু-তিন বছর ধরে অন্য কাউকে ওপেন করতে দেয়নি। দলে কিছু নতুনত্ব আনতে হয়। আমাদের বোলিং, মিডল অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু ওপেনে সেই দু’জনই আছে। তাতে বিপক্ষের পরিকল্পনা করতে সুবিধা হচ্ছে।’’

ওয়াকারের প্রশ্ন, দলই যদি জিততে না পারে তা হলে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে থেকে কী লাভ? তিনি বলেছেন, ‘‘হায়দার নীচের দিকে রান পাচ্ছে না। তা হলে ওকে এক বার ওপেন করতে পাঠিয়ে দেখা যেত। কিন্তু না। বাবর নিজের জায়গা ছাড়বে না। এত ভয় কেন? আইসিসি তালিকায় শীর্ষে থাকার কোনও গুরুত্ব নেই। দলকে জেতাতে হবে।’’

পাকিস্তানের খারাপ খেলার জন্য সরাসরি বাবরের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও। বাবরকে ‘জঘন্য’ অধিনায়ক বলেছেন তিনি। আখতার বলেছেন, ‘‘পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। খাতায়কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এ ভাবে হারবে সেটা ভাবতে পারিনি।” আখতার আরও বলেছেন, “বাবর জঘন্য অধিনায়ক। ওর কোনও পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধেও ওর জন্য হেরেছিলাম। বার বার মহম্মদ নওয়াজ়কে শেষ ওভারে বল করার জন্য ধরে রাখে। বার বার আমরা হারি। দলে চার জন পেসার খেলানো উচিত। সেখানে বাবর তিন জনকে খেলাচ্ছে। তার মধ্যে শাহিন সুস্থ নয়। তার পরেও ওকে নামিয়ে দিয়েছে। আরও তো পেসার আছে। তাদের সুযোগ দেওয়া উচিত ছিল।’’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply