বাবরকে স্বার্থপর বললেন গম্ভীর!

বাবরকে স্বার্থপর বললেন গম্ভীর!

বাবরকে স্বার্থপর বললেন গম্ভীর!
বাবরকে স্বার্থপর বললেন গম্ভীর!

মিজানুর রহমান: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে মহাবিপদে পড়েছিল পাকিস্তান। এরপর অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনালের আশা কিছুটা বাঁচিয়ে রেখেছে বাবর আজমের দল। কিন্তু দলের অধিনায়ক বাবরের হঠাৎ ফর্মহীনতার কারণে ওপেনিংয়ে দলের বোঝা হয়ে যাচ্ছেন তিনি। এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। এবার তো তাকে স্বার্থপরই বলে বসলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

পাকিস্তান দলের হতশ্রী পারফর্মেন্সের কারণ অনেকেই মনে করছেন বাবরের অফ ফর্ম। বিশ্বকাপের মতো বিশ্ব আসরে বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন এমন পারফর্ম করলে তো সমালোচিত হবেন, তা স্বাভাবিক। তবে এবার পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ওপেনার গম্ভীর বাবরের সমালোচনা করেছেন। বাবরকে বলেছেন স্বার্থপর।

 গৌতম গম্ভীর বলেন, ‘আমার মতে, প্রথমে বাবরকে নিজের টিমের ব্যাপারে ভাবা উচিত তারপর নিজের ব্যাপারে। বাবরের পরিকল্পনা অনুসারে কোনোকিছু না চললেই ফখর জামানকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামিয়ে দিচ্ছে। এটাকে স্বার্থপরতা বলে। অধিনায়ক হিসেবে স্বার্থপর হওয়া সহজ। বাবর আর রিজওয়ানের পক্ষে ওপেন করতে নেমে একাধিক রেকর্ড করা সহজ। তবে বাবরকে যদি নেতা হতে হয় তাহলে ওকে দলের ব্যাপারে ভাবতেই হবে।’

চলতি বিশ্বকাপে বাবরের ব্যর্থতার জন্য ওয়াসিম আকরাম, শোয়েব মালিক, কামরান আকমল, ইউনিস খানরা তার পদত্যাগের দাবি করেন। এবার সেই তালিকায় গম্ভীর যোগ দিলেন। বাবরকে ওপেন থেকে সরে মিডল অর্ডারে ব্যাট করার পরামর্শ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সেমিফাইনালে জেতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। পাশাপাশি অন্য সমীকরণের দিকেও লক্ষ্য রাখতে হবে বাবর আজমের দলকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply