গাড়ি থামিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশকে ধরল জনতা, পুলিশে সোপর্দ

গাড়ি থামিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশকে ধরল জনতা, পুলিশে সোপর্দ

গাড়ি থামিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশকে ধরল জনতা, পুলিশে সোপর্দ
গাড়ি থামিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশকে ধরল জনতা, পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি প্রাইভেট কারসহ ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী চারজনকে আটক করেছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ত্রিশাল উপজেলার সাকুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সারোয়ার (৩৫), হালুয়াঘাট উপজেলার দক্ষিণখান ইউনিয়নের আইলাতলী গ্রামের সালাম ওরফে খালেকের ছেলে রফিক (৩০), একই উপজেলার দুরাল ইউনিয়নের মোমিনপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল হোসেন (২৭) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আব্দুল্লাহ জুয়েল (২৮)।

স্থানীয় সূত্র ও ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, ময়মনসিংহের রয়েল বেকারির মুক্তার হোসেন নামের এক ডেলিভারিম্যানকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে পথরোধ করে হাতে হাতকড়া পরিয়ে দেন একদল লোক। তারা নিজেদের ডিবি পুলিশের টিম বলে পরিচয় দেয়।

একপর্যায়ে তার অপরাধ কী জানতে চাইলে তারা জানান, তার (ডেলিভারিম্যান) কাছে অবৈধ মালামাল আছে। অফিসে যেতে হবে। এ সময় তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে করতে প্রাইভেট কারে উঠিয়ে দ্রুত ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয়।

তখন তার চিৎকার শুনতে পেয়ে পথচারীরা ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়নের একজনের কাছে ফোন করে ঘটনা সম্পর্কে জানান। এ অবস্থায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর সদরের মুক্তিযোদ্ধা মোড় থেকে প্রাইভেট কারসহ চারজনকে আটক করে জনতা। পরে উত্তমমধ্যম দিয়ে থানায় খবর পাঠোনো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি শেখ মোস্তাছিনুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের পর তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন বলে স্বীকার করেন। আটককৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। সেই সঙ্গে গুরুতর আহত ডেলিভারিম্যানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply