দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড
দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ বুধবার (০২ নভেম্বর) এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের হানিফা হাজির ছেলে বুল মিয়া (৪০) ও একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে মো. সাগর (৩২)।

মামলার অভিযোগ, ২০২০ সালের ২০ নভেম্বর বিকালে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে একই গ্রামের বুদু মিয়ার সঙ্গে দেখা হয়। বুদু মিয়াকে একটি ইজিবাইক ঠিক করে দেওয়ার জন্য গৃহবধূ অনুরোধ করেন।

এ সময় বুদু মিয়া ওই গৃহবধূকে অন্য পথে দিয়ে নিয়ে যায় এবং মোবাইল ফোনে মো. সাগরকে ডেকে এনে ওই গৃহবধূকে ধর্ষণ করে, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।

পরদিন ২১ নভেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে মো. সাগর ও বুদু মিয়াকে আসামি করে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

আদালতের রায়ের সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তৈয়বা বেগম বলেন, মামলাটি যত দ্রুত শেষ হয়েছে, তত দ্রুতই রায় কার্যকর হবে বলে আশা রয়েছে।আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply