বাগাতিপাড়ায় নদে ডুবে আনসার সদস্যের মৃত্যু

বাগাতিপাড়ায় নদে ডুবে আনসার সদস্যের মৃত্যু

বাগাতিপাড়ায় নদে ডুবে আনসার সদস্যের মৃত্যু
বাগাতিপাড়ায় নদে ডুবে আনসার সদস্যের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৩২) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে মাছ ধরতে গিয়ে তিনি ওই নদে ডুবে যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল নদের তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত সাদিকুল ইসলাম বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর মহল্লার সিদ্দিক সরকারের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বড়াল নদের ইউএনও পার্ক এলাকায় জাল নিয়ে মাছ ধরতে যান। খেপলা জাল ফেলার সময় সাদিকুল নিজেও পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। স্থানীয়রা সেসময় পানিতে নেমে খোঁজাখুঁজি করেও না পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তাদের  উদ্ধারকারী একটি দল পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।

সেখান থেকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply