মাদক চোরাকারবারির গুলিতে ডিজিএফআইর কর্মকর্তা নিহত

মাদক চোরাকারবারির গুলিতে ডিজিএফআইর কর্মকর্তা নিহত

মাদক চোরাকারবারির গুলিতে ডিজিএফআইর কর্মকর্তা নিহত
মাদক চোরাকারবারির গুলিতে ডিজিএফআইর কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক: বান্দরবানের মিয়ানমার সীমান্তে মাদক চোরাকারবারিদের গুলিতে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ওই কর্মকর্তা বিমানবাহিনীর অফিসার ( স্কোয়াড্রন লিডার) ছিলেন বলে জানালেও নিহতের নাম পরিচয় প্রকাশ করেনি আইএসপিআর।

সোমবার গভীর রাতে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়,। নিহত কর্মকর্তার স্ত্রী ও বিমান বাহিনীর একই পদের কর্মকর্তা বলে জানাযায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু খাল ঘেঁষা মিয়ানমার সীমান্তে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ও ডিজিএফআই এর যৌথ মাদক বিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটে। এতে র‍্যাবের এক সদস্যও আহত হন।

সোমবার সন্ধ্যার পর অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে জানান র‍্যাবের কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস। আহত র‍্যাব কনস্টেবল সোহেল বড়ুয়াকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ও পরে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ত‌বে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

যাযাদি/

খবরটি শেয়ার করুন..

Leave a Reply