রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

মিজানুর রহমান: ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনার শেষ নেই। বিশ্বকাপ এলেই পাড়া, মহল্লা, রাস্তার মোড়ে চলে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক, আড্ডা।

এই তর্ক-বিতর্কের প্রধান কেন্দ্রবিন্দুতে থাকে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা। বাঙালি ফুটবলপ্রেমী দর্শকরা পছন্দের দলের জার্সি পরা ও সমর্থন করা দেশটির পতাকা টাঙাতে থাকে ব্যস্ত।

সেই সুরে সুর মিলিয়ে এবারের এই বিশ্বকাপ উপলক্ষে উন্মাদনার কোনো কমতি নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। নিয়মিত ক্যাম্পাসে চলছে প্রিয় দলগুলোর জার্সি পরে ও পতাকা নিয়ে আনন্দ মিছিল।

রবিবার (২০ নভেম্বর) ক্যাম্পাসে আনন্দ মিছিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী। বেলা ১১টা থেকেই আর্জেন্টিনার সমর্থকরা দলে দলে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে।

দুপুর ১২টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা টুকিটাকি চত্বর থেকে শুরু করে প্যারিস রোড ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আর্জেন্টিনা সমর্থক আশিফা হক শিফা বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াডের সবাই অসাধারণ ফুটবল খেলেন। এ ছাড়া জাতীয় দলে লিওনেল মেসির সাম্প্রতিক নৈপুণ্যের কথা আদালাভাবে বলার কিছু নেই। কোচ লিওনেল স্কালোনি চার বছর ধরে এই ভারসাম্যপূর্ণ দলকে গড়ে তুলেছেন।

মিছিলে অংশ নেন রাবি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক এ টি এম শাহেদ পারভেজ। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যায়ে যে পরিমাণ আর্জেন্টিনার ফ্যান আছে, তাদের যে পরিমাণ দোয়া, সব মিলিয়ে এবার কাপ আমরাই পাব। ’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply