কলকাতায় এসেই ‘ফুড কোমায়’ কাজল! ‘সালাম ভেঙ্কি’-র প্রচারে সঙ্গে এলেন বিশাল জেঠাওয়া, রেবতী

কলকাতায় এসেই ‘ফুড কোমায়’ কাজল! ‘সালাম ভেঙ্কি’-র প্রচারে সঙ্গে এলেন বিশাল জেঠাওয়া, রেবতী

কলকাতায় এসেই ‘ফুড কোমায়’ কাজল! ‘সালাম ভেঙ্কি’-র প্রচারে সঙ্গে এলেন বিশাল জেঠাওয়া, রেবতী
কলকাতায় এসেই ‘ফুড কোমায়’ কাজল! ‘সালাম ভেঙ্কি’-র প্রচারে সঙ্গে এলেন বিশাল জেঠাওয়া, রেবতী

তামান্না হাবিব নিশু: বহু বছর পর কলকাতায় এলেন কাজল। ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এলেন অভিনেত্রী। এসেই ‘ফুড কোমায়’ কাজল।

কালো স্যাটিনের শাড়ি, খোলা চুল, কপালে টিপ। সপ্তাহের শুরুতে এ ভাবে কলকাতার এক বিলাসবহুল হোটেল দেখা মিলল কাজলের। অনেক বছর পর কলকাতায় আগমন। সাংবাদিকের দেখা মাত্র হাতজোড় করে কুশল বিনিময় করলেন অভিনেত্রী।

অনেকটা পর্দার সেই সদা প্রাণোচ্ছ্বল মেয়েটা, যে কখনও অঞ্জলি হয়েছে আবার কখনও মন্দিরা। কাজল পর্দার বাইরেও যেন সেই চেনা ছন্দেই ধরা দিলেন শীতের কলকাতায়। ‘সালাম ভেঙ্কি’ কাজলের পরবর্তী ছবি।

সেই ছবির প্রচারেই কলকাতায় পা রাখলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন ছবির পরিচালক রেবতী ও বিশাল জেঠুয়া। এতক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু কলকাতায় এসেই নাকি ফুড কোমায় রয়েছেন জানালেন অভিনেত্রী। কিন্তু সেটা কী?

একে বাঙালি, তার উপর কলকাতায় এসেছেন। তাই ডায়েট থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী। শহরে আসার পর থেকেই দুপুর পর্যন্ত ভরপুর খাওয়াদাওয়া করছেন যার ফলেই ছবির প্রচারের মধ্যে ঘুম ঘুম ভাব তাঁর। বললেন, ‘‘এত খেয়েছি, মনে হচ্ছে ফুড কোমায় রয়েছি।’’ সালাম ভেঙ্কি ছবিতে সুজাতার চরিত্রে দেখা যাবে কাজলকে।

আর তাঁর ছেলে ভেঙ্কি হয়েছেন বিশাল জেঠুয়া। ষোলো বছরের ছেলে ভেঙ্কি বিরল রোগে আক্রান্ত। আয়ু মোটে ১৬ বছর। মাপা সময়ের মধ্যে মা সুজাতার হাত ধরে গোটা জীবন কীভাবে বাঁচবে সেই গল্পই বলবে রেবতীর এই ছবি। শ্রীকান্ত মূর্তির উপন্যাস ‘দ্য লাস্ট হুরে’ থেকে অনুপ্রাণিত হয়ে রেবতী মেননের এই ছবি ‘সালাম ভেঙ্কি’।ছবির গল্প শুনে প্রথমেই রেবতীকে না করে দেন কাজল।

সাংবাদিক বৈঠকে কাজল জানান, যে হেতু নিজে দুই সন্তানের মা, তিনি তাই এমন কোনও চরিত্রে কাজ করতে চান না যেখানে পর্দার সন্তানকে কষ্টে দেখতে হবে। টানা ৩ দিন ফিরিয়ে দেওয়ার পর অবশেষে চিত্রনাট্য শুনে রাজি হয়ে যান অভিনেত্রী।

কলকাতায় এসে বাংলায় কথা বললেন অভিনেতা বিশাল জেঠুয়া। এর আগে আর এক মুখোপাধ্যায় বোনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ করার আগে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মর্দানি ২’তে দেখা যায় তাঁকে। পর পর দুটি ছবিতে দুই বোনের সঙ্গে কাজ করলেও খানিকটা হলেও ভয় পান কাজলকে।

সহ অভিনেতার কাছ থেকে এমন কথা শুনে কাজল বলেন, ‘‘ভয় পাওয়া উচিতও।’’ রেবতী জানান, কলকাতা তাঁর হৃদয়ের কাছের শহর। সোমবার দিন শহরেই থাকছেন অভিনেত্রী। মঙ্গলবার মুম্বইয়ে ফিরবেন। ৯ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সালাম ভেঙ্কি’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply