শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
‘শ্রীলঙ্কায়’ নীরব বিএনপি, সমালোচনার ঝড়

‘শ্রীলঙ্কায়’ নীরব বিএনপি, সমালোচনার ঝড়

মতিহার বার্তা ডেস্ক :  শ্রীলঙ্কার বোমা হামলা নিয়ে আলোচনার ঝড় বইছে সারাবিশ্বে। শোকে স্তব্ধ বিশ্ববাসী। এমন বর্বরোচিত হামলায় যখন নিন্দার ঝড় বইছে তখন এ বিষয়ে নীরব বিএনপি।
এ হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়। এর ফলে শ্রীলঙ্কার শোক বাংলাদেশে ভিন্ন মাত্রা পেয়েছে। যদিও বিশ্ব মানবতার টানে জাতি-বর্ণ নির্বিশেষে শোকাহত পুরো দেশ। কিন্তু দেশের প্রধান বিরোধী দলের দাবিদার বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এ বিষয়ে তারা একেবারে নীরব। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহল থেকে সমাজের সর্বস্তরে।

সমালোচনা উঠেছে, বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক আন্দোলন কর্মসূচি, ক্ষমতায় যাওয়ার বাসনাসহ বিভিন্ন ইস্যু নিয়ে ফিরিস্তি দেয় অথচ সারা বিশ্বে মানবতা যখন বিপর্যস্ত তখন তারা নীরব। বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বা আদর্শিক বিরোধ থাকতেই পারে কিন্তু একটি শিশু রাজনৈতিক সমাচারের ঊর্ধ্বে, তাকে নিয়ে কোনো বিবৃতি না দিলেও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতেও পারতো বিএনপি।

অথচ শোকবার্তা প্রকাশের জন্য মুখিয়ে থাকে বিএনপি। কেবল রাজনৈতিক ফায়দা লুটতে তারা ইস্যু খুঁজে বিবৃতি দেয়। সম্প্রতি প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যু নিয়ে তারা গণমাধ্যমে শোকবার্তা পাঠিয়ে সমালোচিত হয়েছে। কেননা, চিকিৎসাধীন সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে সহমর্মিতা প্রকাশে প্রথম সারিতে থাকার দৌড় প্রতিযোগিতায় নেমে জলজ্যান্ত মানুষের মৃত্যুতে শোকবার্তা পাঠায় বিএনপি।

এমন প্রেক্ষাপটে বলা হচ্ছে, একজন জীবিত মানুষকে মৃত বলে ফায়দা লুটলেও শ্রীলঙ্কায় বর্বরোচিত হামলার প্রায় তিন শতাধিক প্রাণের মৃত্যু নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানালো না। এমনকি দেশের একজন শিশু নিহতের ঘটনাতেও তারা নীরব।
এই নীরবতাই বিএনপির নীতিগত স্খলনের প্রমাণ। তারা আসলে স্বার্থের বাইরে কিছুই বোঝে না।

জন বিচ্ছিন্ন রাজনৈতিক দলের কী পরিণতি হতে পারে সেটা বিএনপিকে দেখলেই বোঝা যায়। বিএনপি কেন শিশুটি নিহত হওয়ার পর তার পরিবারকে শোক জানায়নি, তা জানতে চেয়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। তারা কেবল বলেছেন, এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। এটি নিয়ে আমাদের কথা বলা উচিৎ হবে না। রাজনীতির যে ন্যূনতম সৌজন্যতাবোধ বিএনপির লোপ পেয়েছে তা নতুন করে প্রমাণিত হলো। তারা এসব বিষয় নিয়ে ভাবার মতো অবস্থায় নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।সূত্র: বাংলা নিউজ ব্যাংক

মতিহার বার্তা ডট কম – এপ্রিল, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply