২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জ সদর এলাকায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মজিবরকে (৬০) ২৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। র‌্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে নবু প্রামাণিকের ছেলে মো. বাদশার সঙ্গে মজিবরের চাচাতো শ্যালক মো. বরকতের বিরোধ সৃষ্টি হয়।

বিরোধের একপর্যায়ে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম নবু প্রামাণিকের ওপর অতর্কিত আক্রমণ করেন মজিবর ও তাঁর সহযোগীরা।

এ সময় নবু প্রামাণিকের মাথায় আঘাত করে এবং লাঠি দিয়ে পিটিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।

র‌্যাব জানায়, নবু প্রামাণিককের স্ত্রী নুর নাহার বাদী হয়ে মজিবরসহ সর্বমোট সাতজনকে আসামি করে একই দিন মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর মজিবর ছাড়া অন্য এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই মজিবর আত্মগোপনে ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply