শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
টলিউডে নতুন জুটি‘সহবাসে’ ইশা-অনুভব,

টলিউডে নতুন জুটি‘সহবাসে’ ইশা-অনুভব,

বিনোদন ডেক্স : ‘সহবাসে’ ইশা সাহা এবং অনুভব কাঞ্জিলাল। এ নিছকই আসন্ন ছবির খবর। সুতরাং কোনও গসিপ খুঁজবেন না। অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত আসন্ন ছবি ‘সহবাসে’-এ নতুন এই জুটিকে পেতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রি।

গত ২৫ বছর ধরে দিল্লিতে থাকেন অঞ্জন। পেশায় ব্যবসায়ী। কিন্তু নেশা থিয়েটার। ‘গ্রিন রুম থিয়েটার’ গ্রুপে চর্চাও করেন। পড়াশোনাও থিয়েটার নিয়েই। পরিচালক হিসেবে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে ডেবিউ হতে চলেছে তাঁর। চিত্রনাট্য, সংলাপ ছাড়াও ছবির চারটে গানও তাঁরই লেখা।

ছবির বিষয় কী? অঞ্জন বললেন, ‘‘আজকের জেনারেশেন খুব আনস্টেবল মেন্টালিটির মধ্যে রয়ছে। প্রফেশনাল ইনসিকিওরিটি রয়েছে তাদের। ফলে পালিয়ে যাবার মনোভাব ছড়িয়ে পড়ছে। বিয়ে করা বা বিভিন্ন রকমের দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। পালিয়ে গিয়ে ভাল থাকতে চাইছে। এই মানসিকতার মধ্যে দিয়ে দু’টো জেনারেশনের যে দ্বন্দ্ব সেটা দেখানোর চেষ্টা করব।’’

ছবির মূল দুই চরিত্রে রয়েছে অনুভব এবং ইশা। অনুভবের চরিত্রটি এক ২৫ বছরের ছেলের। যে কলকাতার কর্পোরেট সেক্টরে কাজ করে। ইশার চরিত্রটি ক্রিয়েটিভ অ্যাড এজেন্সির সঙ্গে জড়িত। মূলত লিভ ইন রিলেশনশিপের ওপর গল্প।

ইশা শেয়ার করলেন, ‘‘এখনকার জেনারেশনের কমিটমেন্ট ফোবিয়া আছে। তারা কমিটেড হতে পারে কিনা সেটা তো ছবিতে আছেই। ইন্টারেস্টিং হল, তাদের সঙ্গে জড়িয়ে অন্যান্য মানুষদেরও একটা করে গল্প আছে। লিভিং কাপলদের নিয়ে যে সব ছবি হয়েছে তার থেকে কিছুটা আলাদা। আমার কেরিয়ারেও চরিত্রটা নতুন। কখনও কেঁদে ফেলছে। কখনও প্রচন্ড রেগে গিয়ে ঘুষি মারছে। পরিচালকেরও আমার ওপর কনফিডেন্স রয়েছে প্রথম দিন থেকেই।’’

এ ছবির পরিচালক এবং মুখ্য অভিনেতা ব্যক্তি জীবনের বাবা-ছেলে। বাবার পরিচালনায় কাজ করাটা কতটা আলাদা? অনুভবের জবাব, ‘‘১২ বছর বাবার সঙ্গে থিয়েটার করেছি। কী ভাবে বাবা ডিরেক্ট করে সেই প্রসেসটা জানি। ফলে কাজ করাটা সুবিধের। একটা টেনশন তো থাকেই। তবে আমাদের টিমে খুব ভাল ভাল অভিনেতারা রয়েছেন।’’

আগামী ২৭ মে থেকে শুটিং শুরু হবে। ইশা-অনুভব ছাড়াও দেবলীনা দত্ত, সায়নী ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, তুলিকা বসুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। সুত্র: আনন্দবাজার

মতিহার বার্তা ডট কম  ২৬ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply