মতিহার বার্তা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে যাওয়ার বিএনপির নির্বাচিতরা শপথ নিলে দল চাপে পড়বে। সেই চাপ দেশিও হতে পারে আবার বিদেশিও হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব।
শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাহিদুর রহমান শপথ নিয়েছেন । এ জন্য তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তা নাহলে বাকিরা সাহস পাবে শপথ নেয়ার। কারণ বাকিরা যদি শপথ নিয়ে ফেলে তবে দেশ ও বিদেশে চাপের মুখে পড়বে বিএনপি। দলের বিশৃঙ্খলতায় সুযোগ নেয়ার চেষ্টা করবে সুযোগ সন্ধানীরা। যা হতে দেয়া যাবে না।
তিনি আরো বলেন, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছুটা রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। তবে এই চাপ আরো বাড়বে যদি নির্বাচিতরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়ে ফেলেন। তাই আমি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে শপথ না নেয়ার জন্য বাকিদের আহ্বান জানাচ্ছি।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একজন সদস্য শপথ গ্রহণ করলে তার সংসদ সদস্যপদের বৈধতা নিয়ে বিএনপি স্পিকার অথবা নির্বাচন কমিশনের কাছে চিঠি দেবে কি না- প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের স্থায়ী কমিটির সভার ওপর। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বড় কোনো কর্মসূচি নেয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা দেশনেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন-সংগ্রামে আছি। তবে তা জনগণের দাবিতে পরিণত হচ্ছে না। তাই সফলতা আসছে না। আমরা আশাবাদী অচিরেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তার আগে শপথ নিয়ে দুশ্চিন্তা দূর করতে হবে।
মতিহার বার্তা ডট কম – ২৮ এপ্রিল, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.