শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
শপথের রাজনীতিতে দেশি-আন্তর্জাতিক চাপে পিষ্ট হওয়ার শঙ্কায় বিএনপি!

শপথের রাজনীতিতে দেশি-আন্তর্জাতিক চাপে পিষ্ট হওয়ার শঙ্কায় বিএনপি!

মতিহার বার্তা ডেস্ক :  শত বাধা উপেক্ষা করে কেবল জনগণের কথা চিন্তা করে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত মো. জাহিদুর রহমান জাহিদ শপথ গ্রহণ করায় নড়েচড়ে বসেছে বিএনপি।

জাহিদের শপথে দলের ভারসাম্য নষ্ট হবে এবং দল দেশি ও আন্তর্জাতিকভাবে চাপে পড়বে, এমন আশঙ্কায় দিনানিপাত করছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জাহিদুর রহমান শপথ নেয়ায় বাকি নির্বাচিতদের মাঝেও শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা বৃদ্ধি পাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। শপথ সংক্রান্ত বিপর্যয় ঠেকাতে এবং দলকে মূল ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার (২৭ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। যাতে সকলে মিলে চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠার কোন রাস্তা খুঁজে বের করতে পারে। দলের একাধিক সিনিয়র নেতাদের সঙ্গে একান্ত আলাপকালে দলের বিপর্যয় ও সম্ভাব্য সমাধানের বিষয়ে জানা গেছে।

শপথ সংক্রান্ত শঙ্কার বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, শপথ নিয়ে বিএনপি যে ঝামেলায় পড়বে, এটি অনুমেয় ছিল। সৎ, যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে নব্য পয়সাওয়ালা-নীতি হীনদের মনোনয়ন দেয়ায় আজকে বিএনপি নেতাদের রাতের ঘুম হারামের পর্যায়। একে একে বাকি ৪ জন যদি শপথ নিয়ে ফেলে তবে বিএনপির রাজনীতিতে দুঃখ-দুর্দশার শেষ থাকবে না।

তিনি কিছুটা ক্ষোভ নিয়ে আরো বলেন, দলকে এখন কঠোর হতে হবে। একক সিদ্ধান্তে স্থির হতে হবে। যারা শপথ নেয়ার অপচেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিএনপি শুধু সংসদে যাওয়ার জন্য রাজনীতি করে না, এটি নির্বাচিতদের বুঝতে হবে। শপথ নিলে তারা দেশবাসীর কাছে বেইমান ও লোভী বলে পরিচিত হবেন। সুতরাং নেতাদের শপথের ব্যাপারে চিন্তা-ভাবনাও করতে দেয়া যাবে না।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে দলটির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শপথ নিলে বিভিন্ন পর্যায়ের চাপে বিএনপি পিষ্ট হবে। বিএনপিকে দেশ ও দেশের বাইরে নিয়মিত জবাবদিহি করতে হয়। বিএনপির বাকিরা শপথ নিলে যারা দলের পেছনে সময়, শ্রম ও অর্থ বিনিয়োগ করেছেন, তাদের কাছে আমরা অথর্ব প্রমাণিত হয়ে যাব। সুতরাং কোন ক্রমেই শপথের সারি দীর্ঘ হতে দেয়া যাবে না। প্রয়োজনে দল বড় ধরণের বিসর্জন দিবে, তবুও শপথকে সমর্থন দিবে না।

মতিহার বার্তা ডট কম – এপ্রিল, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply