ঘুম থেকে ওঠামাত্র আয়না দেখলে কেন ক্ষতি হতে পারে? সকালে আর কী দেখতে নেই?

ঘুম থেকে ওঠামাত্র আয়না দেখলে কেন ক্ষতি হতে পারে? সকালে আর কী দেখতে নেই?

ঘুম থেকে ওঠামাত্র আয়না দেখলে কেন ক্ষতি হতে পারে? সকালে আর কী দেখতে নেই?
ঘুম থেকে ওঠামাত্র আয়না দেখলে কেন ক্ষতি হতে পারে? সকালে আর কী দেখতে নেই?

ফারহানা জেরিন: সকাল যতটা মধুর হবে, সারাদিনটা ততটাই ভাল কাটবে। তাই সকালে কয়েকটি কাজ না করার পরামর্শ দেওয়া আছে বাস্তুশাস্ত্রে।

সকালবেলা হল দিনের শুরু। যা খুব গুরুত্বপূর্ণ সময়। সারাদিনের ক্লান্তি দূর করার পর নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয় এই সকালবেলা। সকাল যতটা মধুর হবে, সারাদিনটা ততটাই ভাল কাটবে। বাস্তুশাস্ত্র মতে দৈনন্দিন জীবনে আমাদের বাসস্থান বা আমাদের আসবাবপত্র থেকে অনেক সুফল ও কুফল পাওয়া যায়। আমাদের অজান্তেই আমরা এমন কিছু করে থাকি, যা আমাদের জীবনের উপর কুপ্রভাব ফেলে থাকে। আমাদের অভ্যাসের উপরে ভিত্তি করেই জীবনে সুখ ও দুঃখ মেনে আসে।

দেখে নিই সকালে ঘুম থেকে উঠে কী কী দেখা উচিত নয়

১) সকালে ঘুম থেকে উঠে হিংসাত্বক বা কোনও নেগেটিভ চিন্তামূলক ছবি দেখা উচিত নয়। এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে।

২) অনেকের অভ্যাস আছে সকালে উঠে নিজের মুখ আয়নায় দেখা, যা করা একদমই উচিত নয়। কারণ, আমরা রাতে যখন ঘুমতে যাই, তখন আমাদের চারপাশে অনেক নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায়। তাই রাতে আমরা খারাপ স্বপ্ন দেখি, আর আয়না আমাদের এই চিন্তা-ভাবনাগুলিকে অবজার্ভ করে নেয়। তাই সকালে আয়না দেখলে সেই চিন্তা-ভাবনাগুলি নিজের দিকে প্রতিবিম্বিত হবে। তাই তো বাস্তুমতে বিছানার সোজাসুজি আয়না রাখতে নেই।

৩) সকালবেলা ঝাঁটা এবং খালি কলসি বা বালতি অর্থাৎ, খালি জলের পাত্র দেখতে নেই। এতে জীবনে দুর্ভাগ্য বার্তা বয়ে আনে।

৪) সকালবেলা বিছানার মধ্যে চা খাওয়ার অভ্যাসও আপনার দিন খারাপ করার জন্য যথেষ্ট।

৫) এখনকার প্রায় মানুষেরই অভ্যাস সকালে উঠেই অন্যকে শুভ সকাল জানানোর জন্য মোবাইল ফোন দেখা, যা একদমই দেখা ভাল নয়। কারণ মোবাইলে পজিটিভ ছবির সঙ্গে নেগেটিভ অনেক ছবিও থাকে যা দেখলে আপনার সারা দিনটা খারাপ ভাবে কাটার সম্ভবনা থাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply