শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
কঠোর আন্দোলনের অপেক্ষায় গয়েশ্বর চন্দ্র রায়, হাস্যকর বলছেন বিশ্লেষকরা

কঠোর আন্দোলনের অপেক্ষায় গয়েশ্বর চন্দ্র রায়, হাস্যকর বলছেন বিশ্লেষকরা

মতিহার বার্তা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ‘দলীয় আন্দোলন সংক্রান্ত’ বক্তব্য নিয়ে রাজনীতিতে চলছে কঠোর সমালোচনা। তার বক্তব্যকে হাস্যরসের সঙ্গে তুলনা করে বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন। শুক্রবার (৩ মে) একটি আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র দাবি করেন, বিএনপি আন্দোলন করার জন্য প্রস্তুত রয়েছে। যথা সময়ে সঠিক নির্দেশনা পেলেই দেশবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কারণ বিএনপি জনগণের দল।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা গয়েশ্বরের বক্তব্যকে রাজনৈতিক হাস্যরসের খোরাক বলে মনে করছেন। তাদের মতে, বিএনপি আন্দোলনের দিন-তারিখ কোনদিনই নির্ধারণ করতে পারবে না। কারণ, বিএনপি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত নয়। দলে সমন্বয়হীনতারও অভাব রয়েছে। আর জনগণ বিএনপিকে ভরসা করে অতীতে যে ভুল করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি করবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তারা। রাজনৈতিক মহলের দুজন ব্যক্তির সঙ্গে আলাপকালে বিএনপির আন্দোলনের সম্ভাবনা ও হতাশার বিষয় উঠে আসে।

গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের কঠোর সমালোচনা করে নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, আন্দোলনের নামে বিএনপি প্রতিবার দলটির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে। গত দশ বছর ধরে আন্দোলনের নামে স্বপ্ন দেখছে বিএনপি। দেশবাসী ও দলটির নেতাকর্মীরা রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করে দেশকে আর পিছিয়ে দিতে রাজি নন। তাই তাদের আন্দোলন আর গড়ে ওঠে না। ঈদ যায় ঈদ আসে, বিএনপির আন্দোলন জমে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, রাজনৈতিক ফাঁকিবাজিতে আটকে গেছে বিএনপির আন্দোলন কর্মসূচি। দাবি যৌক্তিক হলে আন্দোলনে কর্মীদের অভাব হবে না। আসলে দলের আসল রূপ দেখতে পেরে বিএনপির নেতাকর্মীরা সটকে পড়ছেন। যে দলের ভেতর একতা নেই, সেই দল কোনদিনই আন্দোলন গড়ে তুলতে পারবে না।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন তো দিন তারিখ ঠিক করে হয় না। আমরা কিন্তু আন্দোলনের মধ্যেই আছি। সাময়িক বিপত্তির কারণে আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না, এটি সত্য। তবে চিরকাল তো বিএনপি এমন থাকবে না। সময়ের প্রয়োজনেই বিএনপি ঘুরে দাঁড়াবে। তখন আর পালানোর পথ খুঁজে পাবে না বিরোধীরা।

তিনি আরো বলেন, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষাটাও আন্দোলনের বাইরে নয়। তবে যারা বিপদের দিনে লাভের আশায় বিএনপি ছেড়ে অন্য দলে যাচ্ছেন, তাদের কোনদিন ভালো হবে না। বিপদসংকুল সময়ে বিএনপির একতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ।সূত্র: বাংলা নিউজ ব্যাংক

মতিহার বার্তা ডট কম – ০৫ মে, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply