শিরোনাম :
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কোন রাজ্যে কী প্রভাব? বাংলায় কেমন থাকবে আবহাওয়া? শুধু দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে খেতে হবে এক ধরনের চা, কী ভাবে বানাবেন? অভিনয় করেই ক্ষান্ত নন শাহরুখ-কন্যা, আত্মপ্রকাশের আগেই সুহানার মুকুটে জুড়ল নতুন পালক! ভয়ঙ্কর সৌরঝড় আঘাত হানতে চলেছে! বিশ্ব জুড়ে শঙ্কা ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়ার কিসের জোরে হোয়াইট হাউসে ‘নজরদারি’ উত্তর কোরিয়ার? কেনই বা আমেরিকা বলছে আজগুবি দাবি? টাক পড়ছে? রোজকার কোন অভ্যাসে বদল আনলে চুল পড়ার সমস্যা কমবে? হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন? ৭০ বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, জীবন সায়াহ্নে পৌঁছে মা হওয়ার স্বপ্নপূরণ পাকিস্তানেই নাকি খুঁজে পেয়েছেন প্রেমিকা, সে দেশের জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ, অভিনেতাকে দেখে কী কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী?
২০ দলীয় জোটে ভাঙনের সুর: সময়-অসময়ের ফোঁড় বুঝতে না পারায় বিপদে বিএনপি

২০ দলীয় জোটে ভাঙনের সুর: সময়-অসময়ের ফোঁড় বুঝতে না পারায় বিপদে বিএনপি

মতিহার বার্তা ডেস্ক : ২০ দলীয় জোট থেকে শরিক দল বিজেপি ও লেবার পার্টি বের হয়ে যাওয়ার প্রচেষ্টাকে মান-অভিমানের বিষয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তবে অচিরেই এটির অবসান হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ। এদিকে রিজভী আহমেদের এমন আশাবাদের বিষয়ে যাচাই করতে বিজেপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান ভিন্ন কথা। রিজভী জোটের নেতাদের নার্ভ না বুঝেই ইচ্ছামতো বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করেন দল দুটির নেতারা।সূত্র: বাংলা নিউজ ব্যাংক

রিজভী আহমেদ যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিমত বলে মনে করেন সদ্য জোটত্যাগী বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পার্থ বলেন, রিজভী কি জানেন আমি কেনো জোট ছেড়েছি? না বুঝেই অভিমানের নাম দিয়ে জনগণকে বুঝ দিচ্ছেন তিনি। প্রেস ব্রিফিং করে নানা আষাঢ়ে গল্প না বলতে পারলে তো আবার রিজভী সাহেবের পেটের ভাত হজম হয় না। মস্তিষ্ক অলস থাকলে যা হয় আরকি।

পার্থ আরো বলেন, আমি ২০ দলীয় জোট ছেড়েছি অভিমান করে নয় বরং বিএনপির প্রতারণামূলক রাজনীতির কারণে। যে দল একমুখে দু’কথা বলতে পারে, তাদের সঙ্গে থাকলে অন্তত আমার মঙ্গল হবে না। আগামী ১০ বছরও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে বিএনপি ও জোটের রাজনীতি। সুতরাং বিএনপি জোটের সঙ্গে থাকা আর নিজের পায়ে কুড়াল মারার সমান।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিয়েছি। অন্যথায় আমিও ২০ দলীয় জোটকে বিদায় জানাবো। অপরাজনীতি বন্ধ করতে না পারলে কোনো জোটেই সুফল পাবে না বিএনপি।

তিনি আরো বলেন, রিজভী যে আশা প্রকাশ করেছেন তা অবাস্তব এবং অকল্পনীয়। জোটের ভাঙন রোধ করাটা কষ্টকর হবে বিএনপির জন্য। কোনো গ্রাউন্ডে তারা জোটের নেতাদের কনভিন্স করবে? সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়- সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএনপি।

মতিহার বার্তা ডট কম –  মে, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply