শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
সিদ্ধান্তহীন বিএনপি, সংরক্ষিত আসনে পরীক্ষিতদের উপেক্ষিত হওয়ার শঙ্কা

সিদ্ধান্তহীন বিএনপি, সংরক্ষিত আসনে পরীক্ষিতদের উপেক্ষিত হওয়ার শঙ্কা

মতিহার বার্তা ডেস্ক : সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন ২০ মে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির তরফ থেকে এখনো মনোনয়ন পত্র জমা দেয়া হয়নি।

এদিকে বিএনপির একাধিক সূত্র বলছে, নারী আসন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে। সাংগঠনিক পদাধিকার বিবেচনায় দলীয় সিদ্ধান্ত নিতে বিএনপিকে হিমশিম খেতে হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো তাড়াহুড়ো করেই দলীয় নিয়ম-শৃঙ্খলা- ভেঙে অজনপ্রিয় কাউকেই মনোনয়ন দেবে বিএনপি! বিএনপির শেষ সময়ের তড়িঘড়ির সিদ্ধান্তে উপেক্ষিত হতে পারেন পরীক্ষিত নারী নেত্রীরা এবং অর্থের কাছে আবারও পরাজিত হতে পারে বিএনপির রাজনৈতিক নীতি।সূত্র:  বাংলা নিউজ ব্যাংক

এ বিষয়ে সংরক্ষিত নারী আসন প্রত্যাশী অ্যাডভোকেট নিপুণ রায় বলেন, দলের জন্য অনেক করেছি। জেল-জুলম সহ্য করেছি। তাই আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে। তবে দলের অভ্যন্তরে নানা গুঞ্জন শুনছি। শুনলাম, টাকার কাছে হেরে যাবে দলের নীতি। পরীক্ষিতদের বাদ দিয়ে লবিংয়ে এগিয়ে থাকা নারী নেত্রীকে পুরস্কৃত করবে বিএনপি। তবে আশাকরি এসব গুঞ্জন, গুঞ্জনই রয়ে যাবে, সত্যি হবে না। আর সত্যি হলে বিএনপির রাজনীতি করাটা আমার জন্য চরম ভুল সিদ্ধান্ত ছিলো বলেই আমি মেনে নেব।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে আরেক সম্ভাব্য প্রার্থী শামা ওবায়েদ বলেন, সংরক্ষিত আসনের মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আশা করি, দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং পরীক্ষিত নেত্রীকে দল তার প্রাপ্য সম্মান দেবে। তবে শুনছি, অনেকেই লন্ডনে যোগাযোগ রাখছেন, প্রত্যেকেই পদের জন্য নিজেকে উপযুক্ত প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আমার স্পষ্ট বক্তব্য হলো, দলকে বাঁচাতে হলে অবশ্যই স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।

মতিহার বার্তা ডট কম – ২০ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply