কুমিল্লায় পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজন আটক

কুমিল্লায় পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজন আটক

কুমিল্লায় পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজন আটক
কুমিল্লায় পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজন আটক

অনলাইন ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল চোর এবং ইঞ্জিন ও চেসিস নম্বর জালিয়াতি সঙ্গবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন জহিরুল ইসলাম (২০), সফি উল্লাহ (৩২), শাহাদাত হোসেন (২৭) ও জিয়াউল হক জিয়া (২৭)। তাঁদের সোমবার দুপুর ১টার দিকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সোমবার (১৮ মার্চ) সকালে নাঙ্গলকোট থানা হলরুমে মিডিয়া ব্রিফিং করেন ওসি দেবাশীষ চৌধুরী।

আটকদের বিরুদ্ধে রবিবার রাতে নাঙ্গলকোট থানায় মামলা করা হয়েছে।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপপরিদর্শক নাজমুল হক শনিবার গভীর রাতে উপজেলার বাঙ্গড্ডা গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে গিয়ে একটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনকালে হাতেনাতে জহিরুল ইসলাম ও সফি উল্লাহকে আটক করেন। পরে আটকৃতদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে চক্রের আরেক সদস্য শাহাদাত হোসেনকে আটক করে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে জিয়াউল হক জিয়াকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply