শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
তাপসী পান্নু একদিন থাকার জায়গা পাননি মুম্বাইতে

তাপসী পান্নু একদিন থাকার জায়গা পাননি মুম্বাইতে

বিনোদন ডেক্স: বলিউডে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তাপসী পান্নু একজন। ‘পিংক’, ‘বেবি’, ‘নাম শাবান’র মতো একাধিক ছবিতে তার অভিনয় দর্শক নন্দিত হয়েছে। আর তাতে যশ খ্যাতির পাশাপাশি পাচ্ছেন অর্থনৈতিক মূল্যও। কিন্তু এই অভিনেত্রীই একদিন থাকার জায়গা পাননি মুম্বাইতে।

তাপসী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাকে ঘর ভাড়া দিতে চাননি কেউ। তার পক্ষে ঘর খুঁজে পাওয়াটা কঠিন হয়ে উঠেছিল। তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে বাড়ি খুঁজে পাইনি আমি। সিঙ্গল অভিনেত্রীকে কেউ থাকার জায়গা দিতে চায়নি। এই কাজটাকে অনেকেই পছন্দ করেন না।

এ অভিনেত্রী আক্ষেপ করে বলেন, দর্শকরা ৫০০ টাকা খরচ করে আমাদের দেখতে থিয়েটারে আসেন। কিন্তু সমাজে আমাদের সঙ্গে থাকতে তাদের আপত্তি। আমার কাছে শুরু থেকেই বিষয়টা খুব অস্বস্তিকর ছিল।

প্রায় মাস খানেক ধরে খোঁজ করে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন তিনি। আদতে দিল্লির মেয়ে তাপসী। হায়দরাবাদেও থেকেছেন তিনি। বাবা-মা রয়েছেন দিল্লিতেই।

কিছুদিন আগেই #MeToo নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, যদি যৌন হেনস্তায় অভিযুক্ত কোনো ব্যক্তি শাস্তি না পায়, তাহলে মনোবল ভেঙে যায় অভিযোগকারীর। এটা হওয়া একেবারেই কাম্য নয়।

মতিহার বার্তা ডট কম – ০৮ জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply