শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
ছাত্রদল কর্মীদের গালিগালাজে মর্মাহত রিজভী, ফখরুলের কাছে দুঃখ প্রকাশ

ছাত্রদল কর্মীদের গালিগালাজে মর্মাহত রিজভী, ফখরুলের কাছে দুঃখ প্রকাশ

মতিহার বার্তা ডেস্ক :  ছাত্রদলের কমিটি বাতিল করা ও কমিটিতে পদপ্রাপ্তির নতুন শর্তের কারণে পুরনো কমিটির বিক্ষুব্ধ নেতাদের গালিগালাজ ও অসংলগ্ন ব্যবহারে মর্মাহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষুব্ধ কর্মীরা একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে রিজভীর সঙ্গে দেখা করতে যান। আর সেখানে রিজভী দলীয় মহাসচিব মির্জা ফখরুলের কাছে নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন।

জানা যায়, বুধবার (১২ জুন) রুহুল কবির রিজভীকে দেখতে যান মির্জা ফখরুল। এর আগে মঙ্গলবার (১১ জুন) সকালে কমিটি বাতিল ও শর্তারোপ ইস্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। পরে তারা রিজভী আহমেদকে কার্যালয় থেকে বের করে দিতে উদ্যত হয়। কিন্তু রিজভীর অসুস্থতার কথা বললে বিক্ষুব্ধ কর্মীরা তাকে পাহারায় থাকা নেতাকর্মীদের লাথি-ঘুষি মেরে কার্যালয় থেকে বের করে দেয়। এমনকি রিজভীকে আবাসিক নেতার তকমা দিয়ে গালমন্দ করেন।সূত্র: বাংলা নিউজ ব্যাংক

মির্জা ফখরুলের সঙ্গে রিজভীকে দেখতে যাওয়া একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিজভী সাহেব অত্যন্ত মর্মাহত হয়েছেন ছাত্রদলের নেতাদের ব্যবহারে। বিক্ষুব্ধ কর্মীরা তার চিকিৎসককে ঢুকতে দেয়নি পর্যন্ত। এতে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি সবচেয়ে কষ্ট পেয়েছেন আবাসিক নেতা, ধান্দাবাজসহ নেতাদের নানা অসংলগ্ন কথাবার্তায়। বিক্ষুব্ধ নেতারা রিজভী সাহেবকে অপমান করে বলেছেন, আপনার মতো আবাসিক নেতাদের ষড়যন্ত্রের ফলে বিএনপি আবাসিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা বিএনপিকে পুরনো রূপে দেখতে চাই। বিএনপির মতো রাজনৈতিক দলে প্রাণ ফিরিয়ে আনতে প্রয়োজনে আপনার মতো কৌশলী ও সুবিধাবাদী নেতাদের প্রতিহত করবো।

মির্জা ফখরুল রিজভী আহমেদের বক্তব্য শুনে সান্ত্বনা দিয়েছেন বলেও জানান ওই নেতা। মির্জা ফখরুল ক্ষুব্ধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু রিজভী অসুস্থ, তাই তাকে এই অবস্থায় উত্তেজিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন ফখরুল।

মতিহার বার্তা ডট কম – ৪ জুন, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply