মায়াবী আলোয় সেজে উঠেছে সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া

পাত্রীকে সাজগোজে টেক্কা দেবেন পাত্র নিখিলও

বিয়ের আগে বন্ধুর সঙ্গে হাল্কা মেজাজে নিখিল

গত ১৫ জুন রাতে বোদরুম উড়ে গিয়েছেন মিঞা-বিবি। শুরু হয়ে গিয়েছে তোড়জোড়ও। রূপকথার মতো সেজে উঠছে সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া। ইতিমধ্যেই হয়ে গিয়েছে গায়ে হলুদ এবং মেহেন্দির অনুষ্ঠান। কলকাতার বাড়িতে একপ্রস্থ ‘হলদি’ সেরিমনি সেরে ফেলেছিলেন নুসরত। তারপর বোদরুমের আরও একবার রয়েছে গায়ে হলুদের পর্ব। এ ছাড়াও ১৮ তারিখে  ছিল মেহেন্দি এবং সঙ্গীতের  জমাটি আসর। আর ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে কাপলাঙ্কায়াতে। মেনুতে থাকতে পারে এশিয়ান এবং মেডিটেরেনিয়ান ছোঁয়া। কখনও জমকালো লেহঙ্গা, আবার কখনও ইন্দো-ওয়েস্টার্ন টাচে সাজবেন নুসরত-নিখিল, শোনা গিয়েছে তেমনটাই। অতিথিদের ঘর সাজানো থাকবে ফুল দিয়ে। ফুল দিয়েই বানানো হয়েছে ‘এনজে’ লোগো।

মেহেন্দি অনুষ্ঠানের আগে তোড়জোড়

#NJaffair লোগোর ছোঁয়া রয়েছে মেহেন্দিতেও

অতিথিদের জন্য রয়েছে উপহারও

জমিয়ে গায়ে হলুদ হয়েছে নিখিল জৈনেরও

গায়ে হলুদের পর বাবার সঙ্গে আবেগঘন মুহূর্তে নুসরত

১৯ তারিখ সাবেকি মতে বিয়ে সারবেন নুসরত এবং নিখিল। তবে তার আগের রাতেই বসেছিল জমকালো সঙ্গীতের আসর। সঙ্গে আয়োজন ছিল জমাটি মেহেন্দির অনুষ্ঠানেরও। মায়াবী আলোয় সেজে উঠেছিল সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া। মেহেন্দি অনুষ্টানে হাতে আঁকা হয়েছে ‘এনজে’। অতিথিদের জন্য রয়েছে উপহারও।

কলকাতার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান

বান্ধবী তনুশ্রী চক্রবর্তী ছিলেন নুসরতের গায়ে হলুদে

গায়ে হলুদের দিনে বন্ধুর সঙ্গে খুনসুটির মুহূর্তে নুসরত

মতিহার বার্তা ডট কম  ১৯ জুন ২০১৯