মতিহার বার্তা ডেস্ক : খাদ্যে ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার। প্রতিনিয়ত অভিযান চালিয়ে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। সেই ধারাবাহিকতায় গাজীপুরের কোনাবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার।
২৪ জুন সোমবার সকাল বেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গাজীপুর কার্যালয়ের উদ্যোগে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে সিনিয়র এসি কামরুল ইসলাম, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদ হোসেন, গাজীপুর কনজ্যুমার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তফা আজাদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে চালিয়ে সুনিল মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, আল মুসলিম রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা এবং পলাশ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মতিহার বার্তা ডট কম – ২৫ জুন, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.