মতিহার বার্তা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সময় বিজিবির গুলিতে দু’জন নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতরাতে (শুক্রবার) টেকনাফের হ্নীলায় নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে দুই ব্যক্তি। টহলরত বিজিবির সদস্যরা তাদের থামতে বললে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় কর্তব্যরত বিজিবি’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। পরে ঘটনাস্থলে তাদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
মতিহার বার্তা ডট কম – ১২ জানুয়ারি, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.