মতিহার বার্তা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৪ টন অবৈধ পলিথিন এবং পলি প্রোপাইলিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নয়াপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালিত করে।
আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন। এ সময় আদালত ল্যাব কেয়ার ইন্ডাস্ট্রিজ নামক একটি অবৈধ কারখানা বন্ধ করে দেয় এবং অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করার দায়ে ওই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার, র্যাব-১১’র এএসপি মোস্তাফিজুর রহমান ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মইনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।
মতিহার বার্তা ডট কম – ২৯ আগস্ট, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.